ভৈরব প্রতিনিধি
বাংলাদেশের চলমান উন্নয়নের অংশীদার হতে কিশোরগঞ্জের ভৈরবে পৌর ও ইউনিয়ন বিএনপির দু’শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া যোগদানকারী নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ খানের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দেন। পরে পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক কমিশনার আবদুল ওহাব মামুনের নেতৃত্বে বিএনপির আরো শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দেন।
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ভ্রান্তির পথে থেকে দেরিতে হলেও আমরা এখন স্বাধীনতার পক্ষের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামীলীগে যোগদান করতে পেরে আনন্দ বোধ করছি। এছাড়াও ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আকৃষ্ট হয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকার বিজয় ছিনিয়ে আনতে নিজেদের সর্বোচ্চটাই দিতে চান বলে জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, যুগ্নসাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
Leave a Reply