সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে দূর্ঘটনায় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ ৩০টি বাড়ি-ঘর ভাংচুর, আহত ৫

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৯৯৭ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি:
ভৈরবে গজারিয়া পুরান গাওঁ গ্রামে অটোরিক্সার চাপায় শুভরাজ (৫) নামে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার রাতে শিশুর স্বজন মোবারক, সোহেল ও আইনুল হকের সমর্থকরা হামলা চালিয়ে প্রতিপক্ষ জলফু মিয়ার সমর্থকদের ৩০টি বাড়ি-ঘর ভাংচুর ও অর্ধ কোটি টাকার মালামাল লোট-পাট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সুজন মিয়া (২৫), শাহানা বেগম (২৮), হাজেরা বেগম (৫০), সেন্টু মিয়া (২০) ও মুন্নি (২৬) আহত হয়েছেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকায় সংঘর্ষের আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় উভয় পক্ষ ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানাযায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরান গাও এলাকার আসাদ মিয়ার শিশু পুত্র বাড়ির সামনে খেলা করছিল । এ সময় একই এলাকার মুর্শিদ মিয়ার পুত্র অটোরিক্সা চালক ফয়সাল অন্য একটি রিক্সাকে ওভার টেকিং করে যাওয়ার পথে শুভ রাজকে চাপা দিলে সে গুরুতর আহত হয় । পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশু শুভরাজের মৃত্যু হয়।

এ বিষয়ে মিজান মিয়া, মনোয়ারা বেগম, কালা মিয়া, মারফত আলীসহ অনেকেই অভিযোগ করে বলেন, সড়কে দূর্ঘটনায় শিশু নিহত হয়েছে । এতে আমাদের কি অপরাধ ? প্রতিপক্ষ মোবারক, সোহেল ও আইনুল হকের নেতৃত্বে শতাধিক লোক আমাদের বাড়িতে এসে রাতের বেলা হামলা চালিয়ে আমাদের ৩০টি বসত বাড়ি-ঘর ভাংচুর লোট-পাট করে অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে গেছে । তাছাড়া আমাদের ৫ জনকে কুপিয়ে আহত করেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই । এখনো তারা ফের হামলা চালানোর হুমকি দিচ্ছে। আমাদের ছেলে-মেয়েরা আতঙ্কে আছে । আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই । তবে নিহত শিশুর বাবা আসাদ মিয়া বাড়িতে হামলা ও লোট-পাটের অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক জালাল বিন আমির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Site design by Le Joe