হৃদয় আজাদ, ভৈরব
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ভৈরবে সমাবেশ করেছে কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামীলীগ মনোনীথ প্রার্থী বিসিবি ও এসিসি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বৃহস্পতিবার সন্ধায় পৌর এলাকার ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে তাঁতারকান্দি পুরাতন ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সহ¯্রাধীক আওয়ামী সমর্থক নৌকার শ্লোগানে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।
সমাবেশে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান পাপন। সভায় দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হতে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্যোগে যোগদান কর্মসূচীতে বিএনপি থেকে শতাধীক নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামীলীগে যোগদান করেন। এসময় নাজমুল হাসান পাপন যোগদানকারীদের রজনিগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন ।
যোগদানকারীরা হলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রেনু মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহি সদস্য আক্তার হোসেন, সাবেক সভাপতির ছেলে বিএনপি নেতা মগবুল হোসেন, পৌর যুবদল সভাপতির বড় ভাই বিএনপি নেতা শাহিন মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীল আলম সেন্টু, সিনিয়র সহসভাপতি হাজী সিরাজ উদ্দীন, সহসভাপতি তালাওয়াত হোসেন বাবলা, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাক্বী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ফজলু মিয়া। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সঙ্গঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান পাপন বিগত দিনে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখতে সবাইকে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
Leave a Reply