হৃদয় আজাদ:
ভৈরবে কেক কাটা ও বর্ণাট্য র্যালি বের করাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উযযাপন করা হয়েছে। গতকাল শনিবার বেলা এগারোটায় ভৈরব পৌর ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভার মধ্যদিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উযযাপন অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হেকিম রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হাজী মোঃ সিরাজ উদ্দিন, সহসভাপতি তালাওয়াত হোসেন বাবলা, প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের এপিএস-২ সাখাওয়াত হোসেন মোল্লাহ পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আফজাল হোসেন জামালের সঞ্চালনায় অন্যান্যদের পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামিম আহমেদ খোকন, সাধারন সম্পাদক রাকিব রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিত সম্পাদক আশরাফ আলী বাবুসহ স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ্রসহ সহ¯্রাধীক আওয়ামী সমর্থকরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সফলতা কামনা করে ভৈরব-কুরিয়ারচরের মাননীয় সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপনের হাতকে শক্তিশালী করতে মূল নেতৃত্বের উপর আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আওহবান জানান। আলোচনাসভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভৈরব বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা জয়-বাংলা জয়-বঙ্গবন্ধু শ্লোগানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply