হৃদয় আজাদঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়ার পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় গজারিয়া ইউনিয়নের চৌমুরী বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এসময় তিনি সারা বাংলাদেশের চলমান উন্নয়নের ন্যায় ভৈরবের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ও ভৈরবের অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো সম্পূর্ণ করার লক্ষে সামনের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান।
এছাড়াও সভায় গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ ছালাম শাহরিয়ারের সার্বিক পরিচালনায় নৌকা প্রতীকে ভোট চেয়ে অন্যান্যদের বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভৈরব উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মির্জা মোঃ সুলাইমান, হাজী সিরাজ উদ্দীন, অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সাংগঠনিক সম্পাদক শেফায়াত উল্লাহ প্রমূখ।
Leave a Reply