ভৈরব প্রতিনিধি :
নানা অনিয়ম, দূর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের সহকারি আবাসিক প্রকৌশলী মফিজ উদ্দিন খানের অপসারণের দাবিতে ঝাড় মিছিল বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসি । শ্রী-নগর ইউনিয়নের বধূনগর গ্রামে এলাকাবাসির আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে বধূনগর-জাফরনগর সড়কে ঝাড়–-কুলো হাতে নিয়ে বিক্ষুদ্ধ দুই শতাধিক নারী পুরুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন বিক্ষোভ ও ঝাড় মিছিল কর্মসূচী পালন করেন।
এ-সময় ভোক্তভুগী ও আন্দোলনকারীরা বলেন, শিমুলকান্দি আবাসিক বিদ্যুৎ অফিসের সহকারি প্রকৌশলী মফিজ উদ্দীন খান এ অফিসে যোগদানের পর থেকে নানা অনিয়ম দূনীর্তি ও ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়ে। তার কর্মকান্ডে এলাকাবাসি অতিষ্ট।
সহকারি প্রকৌশলীর নানা দূর্নীতির প্রমাণসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোন কাজ হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। তার অনিয়ম দূর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করে তাকে এ অফিসের দায়িত্ব থেকে দ্রুত অপসারণের জোড়ালো দাবী জানায় এলাকাবাসি।
Leave a Reply