কিশোরগঞ্জের ভৈরবে অটো-সিএনজি গ্যারেজের পাহারাদার রাজিব নামের এক প্রতিবন্ধি কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের কালিপুর রতন খানের সিএনজি অটোরিক্সা গ্যারেজের ভিতর থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত রাজিব আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের মনা মিয়ার পুত্র ।
পুলিশ ও এলাকাবাসিরা জানায়, নিহত রাজিব (১৮) গত ১মাস আগে ওই গ্যারেজে পাহারাদার হিসেবে কাজে যোগ দেয় । আজ সোমবার রাতের যে কোন সময় গ্যারেজের ভিতর ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাজিবকে গলা ও লিঙ্গ কেটে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে আল-আমিন নামে এক অটোরিক্সা চালক আটোরিক্সা আনতে গিয়ে গ্যারেজের ভিতর মরদেহ পড়ে থাকতে দেখে । পরে এলাকাবাসি ও গ্যারেজের মালিক রতন খান ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দেয় ।
খবর পেয়ে ভৈরব সার্কেলের সহকারি পুলিশ সুপার রেজুয়ান দিপু ও ভৈরব থানার ওসি ( তদন্ত) বাহালুল খান বাহার ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। কি কারনে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।
Leave a Reply