হৃদয় আজাদ:
ভৈরবে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ের আসবাব পত্র ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা।
চন্ডিবের গ্রামে অবস্থিত মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় শিক্ষার্থী ও শিক্ষকরা জানায়, গত ২৪ মার্চ বৈরব উপজেলা পরিষদ নির্বাচনে বেলা ১১টার দিকে চন্ডিবের গ্রামের ইকবাল হোসেনের নেতৃত্বে মোটর সাইকেল প্রতীক সমর্থকদের ৪০/৫০ জনের একটি দল বিদ্যালয়ের বাইরে নৌকা প্রতীকের সমর্থকদের উপর হামলা চালায় । এ সময় হামলা থেকে বাচঁতে নৌকা সমর্থকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আশ্রয় নেয়। পরে হামলাকরীরা এক পর্যায়ে বিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে প্রধান শিক্ষকের কার্যালয়ে হামলা চালায়। এসময় দরজা-জানালা ও আসবাবপত্রসহ প্রধানমন্ত্রীর ছবিতেও ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে হামলাকারীরা ।
এ বিষয়ে প্রধান শিক্ষক আঃ ছাদেক জানান, এ ঘটনায় ওই দিনই ইকবাল কে প্রধান অভিযুক্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
Leave a Reply