ভৈরবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্ধোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এসময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।
এসময় বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে দেশের প্রতিটি উপজেলায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে হলেও যুবসমাজ যেন সুন্দর-স্বাভাবিক জীবন-যাপন করতে পারে এবং কোনো ধরনের অপরাধ মূলক কর্মকান্ডে যেন তরুণ প্রজন্ম নিজেদের জড়িয়ে না ফেলে সে লক্ষেই ফুটবলসহ বিভিন্ন ধরণের খেলাধুলার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের ব্যবধানে আগানগর একাদশকে হাড়িয়ে জয়লাভ করে কালিকাপ্রসাধ একাদশ। ম্যাচ শুরুর প্রথম থেকেই গ্যালারিতে বসে স্থানীয় জনগণের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় সহস্রাধিক মানুষ খেলা উপভোগ করেন।
Leave a Reply