বাংলা নববর্ষ-১৪২৯ বরণ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা বারটায় উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বাংলা নববর্ষ বরণের আয়োজনটি সংক্ষিপ্ত পরিসরে শেষ করার বেপারে তাগিদ দিয়েছেন উপস্থিত সুধী জনেরা। পাশাপাশি নতুন প্রজন্মকে বাঙ্গালী জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারনা দিতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ বরণের আয়োজন বাধ্যতামূলক করা হয়েছে।
Leave a Reply