হৃদয় আজাদ :
ভৈরবে বাস চাপায় ইব্রাহীম মিয়া (২২) নামে এক পুলিম কন্সটেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব আবেদীণ হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম নরসিংদী জেলার রায়পুরা থানাধীন চরমারজাল পশ্চিমপাড়া গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে। সে ভৈরব-আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় পুলিশ কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন।
জানাযায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পুলিশ কন্সটেবল ইব্রাহীম টোলপ্লাজা থেকে মটরসাইকেলে করে তেল কেনার উদ্দেশ্যে মিন্টু মিয়া সিএনজি পাম্পে যাচ্ছিল। এসময় পাম্পের সামনে এসে মটরসাইকেল নিয়ে রাস্তা পারপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা সুপারের একটি বাস তার মটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে ইব্রাহীম গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ কন্সটেবল ইব্রাহীমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা নিয়ে যাওয়ার সময় তার অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় নিহত পুলিশ কন্সটেবল ইব্রাহীমের স্বজনদের আবেদনের প্রেক্ষীতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছ লাশ হস্থান্তর করা হয়েছে বলেও ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়।
Leave a Reply