কিশোরগঞ্জের ভৈরবে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ একাধিক মাদক মামলার আসামি স্থানীয় আওয়ামীলীগ নেতার ছেলে ও তার সহযোগী মোট দুইজনকে আটক করা হয়েছে। ১ অক্টোবর রাত থেকে ২অক্টোবর বুধবার দুপুর পর্যন্ত পৌর শহরের রাণীবাজার ও ঘোড়াকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, স্কাফ ও বিদেশী মদ জব্দ করা হয়।
আটককৃত আসামীরা হলেন, পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাত্তার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই এলাকার বাবুল মিয়ার কলোনির বাড়াটিয়া আলতাফ মিয়ার ছেলে জুনায়েদ (৩০)।
বুধবার (২ অক্টোবর) ভৈরব থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান ভৈরব অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম। এসময় ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো: শহিদুল্লাহ, ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাউপস্থিত ছিলেন ।
প্রেস ব্রিফিং থেকে জানা যায়, ভৈরব শহরের মাদকের বয়াবহতা রোধে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের স্বমন্বয়ে গঠিত বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করেন। ১ অক্টোবর রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রানী বাজার এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়। এ ময় তার দেয়া তথ্যমতে মাদক ব্যবসায়ী সাইফুলের ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫প্যাকেট গাঁজা, ১৮৪ বোতল ফেন্সিডিল, ৩০৭ বোতল স্কাফ ও ২২ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা জব্দ করা হয়। এ ছাড়াও তার প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে সাইফুলের দেয়া তথ্যমতে আজ বুধবার সকালে শহরের ঘোড়াকান্দা এলাকায় বাবুল মিয়ার কলনিতে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেন্সিডিলসহ সাইফুলের সহযোগী জুনায়েদ মিয়াকে আটক করা হয়।
এ বিষয়ে ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম বলেন র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনীর অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ২৮১ বোতল ফেন্সিডিল, ৩০৭ বোতল স্কাফ, ২২ বোতল বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি সাইফুল ও জোনায়েদকে আটক করা হয়েছে। সাইফুল ও জোনায়েদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। অপরদিকে ভৈরবের শীর্ষ সন্ত্রাসী বিজন ও তার ভাই শাওনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আজ ২ অক্টোবর দুপুরে থানা পুলিশের মধ্যমে তাদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply