হৃদয় আজাদ :
ভৈরবে বিশ্ব পরিবেশ দিবস উপলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কড়ইতলা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। সভায় পরিবেশ উন্নয়নে জনসাধারণের সচেতনতাবৃদ্ধি মূলক আলোচনা করা হয়। এছাড়াও পরিবেশের সার্বিক রক্ষণাবেক্ষণে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মনোয়ারা বেগম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply