হৃদয়আজাদ :
ভৈরব বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভৈরব উপজেলা প্রশাসন। ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা সম্মেলণ কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান।
মতবিনিময় সভায় ভৈরব বাজারের ব্যবসাভিত্তিক নানাবিধ সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ভৈরব একটি শিল্প এলাকা হওয়ায় এখানকার অনেক পন্য পার্শ্ববর্তী জেলা-উপজেলায়আনা নেওয়া করতে হয়। তবে ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ব্যবসায়ীদের এই পন্য যাতায়াতকরণে বড় বাধা হয়ে দাড়িছে। এতে করে ব্যবসায়ীদের বিরাট ক্ষতির মুখে পড়কে হচ্ছে। তাই ভৈরবের ব্যবসা-শিল্পকে ধ্বংসের হাত থেকে বাচাতে দিনের একটি নির্দিষ্ট সময়ে হলেও ভৈরব-নরসিংদীর সীমানাস্থল ব্রক্ষ্মপুত্র বীজ ও ভৈরব আশুগঞ্জের মধ্যস্থল সৈয়দ নজরুল ইসলাম সেতুতে সিএনজি-নসিমন তথা তিন চাকার যানবাহন চলাচলের ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোড়ালো আহবান জানান ব্যবসায়ীরা। এছাড়াও বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টপরিচালনা করার আগে তিনমাস বা নির্দিষ্ট একটি সময় বেধে দিয়ে সতর্কতাজারি মূলক মোবাইল কোর্ট পরিচালনা করতে উপজেলা প্রশাসনের প্রতি আহবান রাখেন ব্যসায়ীরা।
সভায় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যেউপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়াবলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের নির্দেশনায় ভৈরব বাজারের ব্যবসায়ীদের সকল যৌক্তিক দাবি পূরনের লক্ষে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের ব্যবস্থা করতে আমিসহ ব্যবসায়ীদের প্রতিনিধি দল ও অন্যান্য নেতৃবৃন্দদের সাথেকিছুদিনের মধ্যেইএমপি মহোদয়েরবৈঠক হওয়ার কথা রয়েছে। আশা করছি ব্যবসায়ীদের এই দাবি অচীরেই পূরণ হবে। এছাড়াওভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের পাশাপাশিব্যবসায়ীদেরও আরো সচেতন হওয়ার আহবান জানান প্রধান অতিথি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।
মতবিনিময়সভায়বিশিষ্টজনদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীল আলম সেন্টু, সাংগঠনিক সম্পাদক শেফায়াত উল্লাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাক্বী বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর, সিনিয়র সহসভাপতি হাজী মোশারফ হোসেন, সহসভাপতি জাহিদুল হক জাবেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারন সম্পাদক আলাল উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক ও ভৈরব চক বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ভৈরব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার ওর্নাস এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, সাধারন সম্পাদক মিজানুর রহমান কবীর, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তারেক আহমেদ, সহসভাপতি সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, ভৈরব হোটেল এন্ড সুইটমিট মালিক সমিতির সভাপতি সেলিম খান প্রমূখ।
Leave a Reply