হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুর্বের রাতে ভৈরবের কালিকা প্রসাদ চরের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম ব্যালট পেপার , ব্যালট বাক্স ছিনতায়, নাশকতার চেষ্টা ও পুলিশের উপর হামলার অভিযোগে আজ মঙ্গলবার বিএনপি-জামাতের ২১ নেতাকর্মী নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫শ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনে কালিকাপ্রসাদ চরের কান্দা সরকারি প্রাথিমিক বিদ্যালয় থেকে ২৯ ডিসেম্ভর রাত সোয়া ২ টার সময় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিন্তাইসহ ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এসময় বিএনপি জামাতের লোকজনের হামলায় নির্বাচনী সরঞ্জাম রক্ষা , নাশকতা এড়াতে ও ভোট কেন্দ্র দখল রোধ করতে ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সৈয়দ শাহরিয়ারের নির্দেশে পুলিশ ৩০ রাউন্ড শর্ট গানের গুলি ও ৫ রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে। এসময় বিএনপির লোকদের হামলায় পুলিশের ৫ সদস্যও আহত হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার ভৈরব থানার এ এস আই মাজাহারুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ভৈরব থানার ওসি ( তদন্ত ) বাহালুল ইসলাম বাহার বলেন, নাশকতা এড়ানো নির্বাচনী সরঞ্জাম রক্ষাসহ ভোট কেন্দ্র দখল রোধ করতে ঐ দিন পুলিশের উপর হামলা ও ৫ পুলিশ সদস্য আহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি-জামাতের ২১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ শত লোকের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
Leave a Reply