হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে শনিবার মধ্য রাতে কমলপুরে ভয়াবহ অগ্নিকান্ডে হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে পুড়ে গেছে ৮ টি পাদুকা কারখানা । এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা । অগ্নিকান্ডে সোহেল মিয়া,কবির হোসেন,ইব্রাহিম মিয়া,মুক্তার মিয়া,আলম মিয়া,আলী মিয়া ও আল-আমিন মিয় সহ ৮টি কারখানা পুড়ে গেছে । ব্যবসাীদের দাবী ঈদকে সামনে রেখে মার্কেটে প্রতিটি কারখানায় ৭/৮ লাখ টাকার মালামাল মজুদ ছিল । এতে করে অগিনকান্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে । তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি । এলাকাবাসিরা জানায় রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে হঠাৎ পাদুকা মার্কেটে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় ।
পরে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে না পারায় পার্শ্ববর্তী আশুগঞ্জ ,কুলিয়ারচর , রায়পুরা ও কিশোরগঞ্জসহ আরো ৪টি ফায়ার সার্ভিস আগুন নেভাতে যোগ দেয় ।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় । স্থানীয়রা জানায় কিছুদিন পর পর এ মার্কেটে আগুন লাগে । এ নিয়ে এ পর্যন্ত ৪ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এর রহস্য উন্মোচন হওয়া দরকার বলে মনে করছেন স্থানীয়রা ।
এ বিষয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জহিরুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ৬টি ইউনিটের ২ ঘন্টর চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় । তবে আমরা ব্যবসায়ীদের ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি । অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ।
Leave a Reply