রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে মাদকের অভয়ারণ্যে শিক্ষার্থীদের মাদকবিরোধী সমাবেশ

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে
ভৈরবে মাদকের অভয়ারণ্যে শিক্ষার্থীদের মাদকবিরোধী সমাবেশ ॥

অর্ধশত বছর ধরে মাদকের হাটবাজার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর গ্রাম। যত প্রকারের মাদক আছে তার সবগুলোই হাত বাড়ালে পাওয়া যায় এখানে। মাদক বিক্রি, মাদকের চালান, মাদক সেবন ও সর্বোপুরি মাদকের আড়ৎ হিসেবে পরিচিতি এই গ্রাম।

নানা রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে এ গ্রামে গত পঞ্চাশ বছরেও মাদকের বিরুদ্ধে কোনো প্রকার প্রতিবাদ কর্মসূচী পালনের সাহস পায়নি এলাকাবাসী। বরং এলাকার ৫০ভাগ মানুষ মাদকের সাথে সম্পৃক্ত থাকায় গ্রামের অন্যান্য শ্রেণী-পেশার মানুষদের লজ্জায় মুখ ঢাকতে হয়। মাদকের অভয়ারণ্য খ্যাত শ্রীনগর গ্রামে এই প্রথম মাদক বিরোধী র‌্যালি ও পথসভা করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শ্রীনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচী পালন করা হয়। এতে বিদ্যালয়ের সহ¯্রাধীক ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষীকাগণ অংশগ্রহণ করেন।

মাদক বিরোধী সমাবেশের শুরুতে শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের স্বনামধন্য শিক্ষক মোহাম্মদ আলী রানা, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শ্রীনগর ইউনিয়ন শাখার সভাপতি সৌরভ সাকির অপু, সাধারণ সম্পাদক রিফাত আহমেদ, সহসভাপতি শাকিল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ, সদস্য মশিউর রহমানসহ অন্যান্যরা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী লিফল্যাট বিতরণসহ নানা সচেতনতামূলক আলোচনা করেন।

পরে “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি মাদক বিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও অন্যান্য সহকারি শিক্ষক-শিক্ষিকাসহ সহ¯্রাধীক ছাত্র-ছাত্রী অংশ নেয়। র‌্যালিটি শ্রীনগর উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়া- মহল্লা হয়ে পুনরায় শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন মাদকবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শ্রীনগর গ্রাম।

বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদ শ্রীনগর ইউনিয়ন শাখার এসব মাদক বিরোধী কর্মসূচীকে সাধুবাদ জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান বলেন, মাদকাসক্তির কারণে শ্রীনগর গ্রামে অধিকাংশ ছেলেরা পড়াশোনা থেকে সরে যাচ্ছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। ফলশ্রুতিতে বিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা আশংকাজনক হারে কমছে। এ পরিস্থিতিতে মাদক বিরোধী এসব কর্মসূচী অব্যাহত রাখার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com