কিশোরগঞ্জের ভৈরবে মাসব্যাপি শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারী) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ভৈরব বাজারের জেলা পরিষদের মাঠে ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি, ভৈরব থানার ওসি তদন্ত মো. শাহিন, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি জাহিদুর হক জাবেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও চেম্বারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। উদ্বোধনের পর পরই মেলায় দর্শনার্থীদের ঢল নামে। আয়োজকরা জানান, শিল্প ও বাণিজ্য মেলায় অর্ধশতাধিক স্টল রয়েছে।
Leave a Reply