কিশোরগঞ্জের ভৈরবে মেঘনাপাড়ে হঠাৎ নদী ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে একটি অটো রাইস মিল ও ডকইয়ার্ডসহ ভৈরব বাজার এলাকা।
সোমবার রাত ৭টার দিকে নদী ভাঙন শুরু হয়ে (২৮ জানুয়ারী) মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত এ ভাঙন অব্যাহত থাকে। এতে প্রায় কয়েক দেড়শ থেকে দুইশ ফুট ভূমি নদীগর্ভে বিলিন হয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা জানায়, সোমবার রাত ৭টা থেকে ভাঙন শুরু হয়। এ নদী ভাঙনের ফলে ভৈরব বাজার এলাকার একটি অটো রাইস মিল ও ডকইয়ার্ড হুমকির মুখে পড়েছে। এছাড়াও নিয়ম বহির্ভূত ভাবে বালু উত্তোলনকে এ ভাঙ্গনের অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। দ্রুত জিও ব্যাগ ফেলে ব্যবস্থা না নিলে কোটি কোটি টাকার ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, ভাঙন রোধে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলাসহ স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply