হৃদয় আজাদ, ভৈরব
প্রতীক বরাদ্ধের পর পরই কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের ভৈরবে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে একাদশ সংসদ নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় এ আসন থেকে মোমবাতি প্রতীক নিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ ইসলামি ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী হাজী রুবেল হোসাইন।
“মোমবাতির আলো, ঘওে ঘওে জ্বালো” এই শ্লোগানে আজ শনিবার সকালে ভৈরব চাঁন্দ ভান্ডার দরবার শরীফ থেকে হাজী রুবেল হোসাইন ও তাঁর কর্মী সমর্থকদের নিয়ে গনসংযোগ শুরু করেন।
গনসংযোগ শহরের বিভিন্ন অলিগলি ঘুরে ভৈরব বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগনের কাছে মোমবাতি প্রতীকে ভোট চেয়েছেন প্রার্থী হাজী রুবেল হোসাইন। এসময় ভোটারদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নির্বাচিত হলে আগামী দিনে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন তিনি।
Leave a Reply