হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে ফেড়িঘাট মৎস আড়তে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই । আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ-ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানে মজুদ রাখা মাছসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ২৫লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, মঙ্গলাবার বিকেলে ভৈরব মৎস আড়তের স্বর্ণা মৎস আড়ত নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পাশের সুধন মৎস আড়ত, ভান্ডারী মৎস আড়তসহ চারটি প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পরে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুধন বর্মন জানায়, তার দোকানে চিংড়িসহ নানা প্রজাতির পাঁচ লাখ টাকার মাছ মজুদ রাখা হয়েছিল যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ অন্যান্য ব্যবসায়ীরা আরো বলেন, অগ্নিকাণ্ডের সময় দোকানের ভেতর রাখা ব্যবসায়ীক লেনদেনের গুরুত্বপূর্ণ খাতা-বইসহ মালামাল পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডের সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তারা।
এব্যাপারে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর আজিজুল হকের সাথে কথা হলে তিনি জানায়, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতি শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘন্টা চালিয়ে চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। আনুমানিক ৭/৮লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে জানান তিনি।
Leave a Reply