হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল-মামুনকে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার রাজনৈতিক পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। গত ১১মার্চ সোমবার একটি লিখিত বহিষ্কারাদেশে দলের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হযেছে।
এব্যাপরে বহিষ্কৃত বিএনপি নেতা আল-মামুন জানান, আসন্ন ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি জনগণের স্বার্থে বিগত পাচঁ বছর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছি এবং এবারও আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। তাই এব্যাপারে দলীয় যেকোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।
Leave a Reply