ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরের মাধবদী থেকে ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের সদস্য রুহুল আমিন ওরফে রাকু কে নিজ বাড়ী থেকে এবং পৃথক আরেক অভিযানে একই জেলার বাজিতপুর উপজেলার বালিগাঁও গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ৭ম শ্রেণীতে পড়–য়া বাক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের মামলায় পলাতক আসামি অন্তর আলীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। প্রতারক চক্রের সদস্য আটককৃত রুহুল আমীন ওরফে রাকু (১৭) মধাবদীর ধনু মিয়ার পুত্র এবং ধর্ষণকারী অন্তর আলী (১৬) বালিগাঁও এর আহমেদ আলীর ছেলে ।
গোপন সংবাদেও ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্তি পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের আজ দুপুরে ভৈরব র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান।
Leave a Reply