ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে সাধারন শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়।
বেলা সাড়ে ৩টায় স্থানীয় বিভিন্ন স্কুল কলেজ থেকে একে একে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্র-ছাত্রীরা ভৈরব দুর্জয় মোড়ে জড়ো হতে থাকে। এসময় তারা আওয়ামী সন্ত্রাসীদের বিচার চেয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে চারপাশ মুখরিত করে তুলে। সহস্রাধীক কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতিতে এক পর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব বাজারের দিকে অগ্রসর হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু স্মরণীর আইস কোম্পানীর মোড়ে ক্ষাণিক অবস্থান নেয়। এসময় তারা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের স্থানীয় নেতাকর্মীদের হুশিয়ারী দিয়ে নানা প্রতিবাদী স্লোগান দেয়। পরে বিক্ষোভ মিছিলটি ভৈরব বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে এসে পুনরায় প্রতিবাদ সমাবেশে রুপ নেয়।
এসময় বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারে সাতদিনের আল্টিমেটাম দিয়ে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের পদধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে। হামলায় মামুন নামে একজনের হাত কেটে ফেলা হয়েছে। হামলাকারীদের অনেকেই গা ঢাকা দিলেও কেউ কেউ এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও প্রশাসনকে নিজেদের স্বচ্ছতার পরিচয় দিতে দ্রুত সময়ের মধ্যে মামুনসহ সাধারন শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।
Leave a Reply