হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি ॥
ভৈরবে নিখোঁজের ১ দিন পর ফারদিন আলম ওরফে রুপক (১৭) নামে এক শিক্ষার্থীর গলা কাটা বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত ফারদিন আলম ভৈরব বাজারের সিমেন্ট ব্যবসায়ী নূরে আলম বিপ্লব মিয়ার ছেলে। এ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে নিহত রুপকের তিন সহপাঠীকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ভৈরবপুর দক্ষিন পাড়া এলাকার মৃত কামাল মিয়ার ছেলে রাব্বি (১৭), একই এলাকারা শাহজাহান পাটোয়ারীর ছেলে মোঃ আরাফাত পাটোয়ারী (১৬) ও ভৈরব রাণীর বাজার এলাকার ফার্মেসী ব্যবসায়ী ওবায়দুল কবীর খাঁ’র ছেলে রেজাউল কবীর খাঁ (১৬)। শুক্রবার দুপুরে আটককৃত রাব্বির দাদা শহরের ভৈরবপুর এলাকার ব্যবসায়ী আবু বক্কর এর ৬ তলা ভবনের ছাদ থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে রুপকের সহপাঠীরা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় । এরপর থেকে সে নিখোঁজ । নিখোঁজের পর তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোজাঁখোজি করে না পেয়ে রাতেই ভৈরব থানায় একটি সাধারন ডায়েরী করে এবং র্যাব -১৪ ভৈরব ক্যাম্পকে বিষয়টি অবহিত করে। পরে শুক্রবার দুপুরে ভবনের ছাদে লাশটি বস্তাবন্ধি হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসির খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, আটককৃতরা খুনের কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে এ হত্যাকান্ডের বিবরণ দিয়ে ওসি দিয়ে ওসি জানান, আটককৃতরা প্রথমে মোবাইল ফোনে রুপককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং রুপকের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে এ ভেবে তাকে আটকে রাখে । এক পর্যায়ে রুপকের পরিবার কোনো ভাবে এ ঘটনা পুলিশ ও র্যাবকে জানিয়ে দিলে তারা বিপদে পড়বে এই আশংকায় তারা প্রথমে গলায় রশি দিয়ে ২ পাশ থেকে টেনে রুপককে হত্যা করার চেষ্টা করে। পরবর্তীতে ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত হয়ে মৃতদেহ ফেলে চলে যায়।
Leave a Reply