হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে মাদকের মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আলমগীর হোসেন ওরফে কালা মিয়া (৩৮) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার লুন্দিয়া চড়পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন লুন্দিয়া গ্রামের রমিজ উদ্দীনের পুত্র।
পুলিশ জানায়, মাদকের একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবৎ আলমগীর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এসআই মতিউর রহমান ও এসআই হুমায়ুন কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃস্পতিবার রাতে আলমগীরকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়,পলাতক আসামীদের বিরুদ্ধে এসব গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে ।
Leave a Reply