হৃদয় আজাদ:
ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থার অভাব ও বৃদ্ধ গরু জবাই এর অপরাধে সাত মাংস বিক্রেতাকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা বারটায় পৌর শহরের পলতাকান্দা ফেরীঘাটের পংকু মিয়ার বাজার ও ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় মনমড়া ব্রিজ সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ ২০১১আইনের ২৪এর ১ধারায় ফেরীঘাট বাজারের মাংস বিক্রেতা সোহরাফ মিয়া (২৫), বাদল মিয়া (৪০) ও মনমড়া বাজারের শফিক মিয়া (৩৮), কাউসার মিয়া (৩৫) সহ সাতজনকে মোট ১৭হাজার ৫শ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও অভিযানে উপস্থিত লোকজনের সামনে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করে প্রাথমিক ধারণা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন। অভিযানে পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনগণের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষে সব ধরণের ব্যবসায় প্রতিষ্ঠানে মাসব্যাপী এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।
Leave a Reply