হৃদয় আজাদ:
ভৈরবে সাংবাদিক আব্দুল্লাহ আল মনসুরের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ভৈরব সাংবাদিক সমাজের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় ভৈরব প্রেসক্লাবের সহ-সভাপতি ও পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মরণসভায় স্মৃতিচারণ করেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌরসভার মেয়র এ্যাড. ফখরুল আলম আক্কাছ, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামীলীগ সাধার সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন, ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারন সম্পাদক মো. আলাল উদ্দিন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লাহ প্রমূখ । এছাড়াও স্মরণসভায় মনসুরের বড় ভাই ডা. আবদুল্লাহ-আল মারুফ ও তার বড় মেয়ে হৃদি স্মৃতিচারণ করতে গিয়ে বার বার আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান আমিনের সঞ্চালনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়।
এসময় বক্তারা সাংবাদিক আবদুল্লাহ- আল মনসুরের সাংবাদিক জীবনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন সামাজিক সংগঠনে তার অবদানের নানা অমলিন স্মৃতি তুলে ধরেন। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ সাংবাদিক মনসুরের নামকে বাঁচিয়ে রাখতে ভৈরবে তার নামে একটি সড়কের নামকরণের দাবী করেন অনেকে। স্মরণ সভা শেষে সাংবাদিক মনসুরের বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আব্দুল্লাহ -আল মনসুর ছিলেন ভৈরব প্রেসক্লাবের ২বারের সাধারন সম্পাদক । গত বছরের ২৩এপ্রিল তিনি মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি দৈনিক বাংলা বাজার পত্রিকার মাধ্যমে ২০০৭ সালে সাংবাদিকতার জীবন শুরু করেন। পরবর্তীতে মৃত্যুর শেষ মুহূর্ত পযন্ত তিনি দৈনিক কালের কণ্ঠ ও দেশ টিভির ভৈরব প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply