হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবের অন্যতম নারী বিদ্যাপীঠ হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের দুই দিন ব্যাপি বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের প্রথম দিনে আজ মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি ও জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য কবি ও সাংবাদিক ফারুক মাহমুদ।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, শুধু পড়ালেখা করে জ্ঞান অর্জন করলে হবে না পাশাপাশি তোমাদেরকে পাঠ্য বইয়ের বাইরেও জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে খেলাধুলা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করারও তাগিদ দেন তিনি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা সাঈদুর রহমান বাবলু, আশরাফুল হক টিটু ও পাপিয়া সিদ্দিকী । অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় করেন প্রতিষ্ঠানের প্রধান সহকারি শিক্ষক এ কে এম কামরুজ্জামান খান । আলোচনসভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ফারুক মাহমুদ-কে একটি সম্মাননা স্মারক উপহার দেন আয়োজকরা।
Leave a Reply