হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবের অন্যতম নারী বিদ্যাপীঠ হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান থেকে এবারই প্রথম শিক্ষার্থীরা এস.এস.সি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আজ শনিবার বেলা এগারটায় প্রতিষ্ঠানের হল রুমে পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি ও ভৈরব শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেণুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আহমেদ আলী, প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী, স্থানীয় কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগর, সহকারী প্রধান শিক্ষক এ কে এম কামরুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা ও অভিনেতা সাঈদুর রহমান বাবলু প্রমূখ ।
আলোচনাসভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফলাফলের প্রত্যাশায় দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাতে দীর্ঘদিনের সহপাঠীদের ছেড়ে যাবার কষ্ট আর প্রতিষ্ঠানের মায়া ত্যাগ করার বেদনায় কান্নায় ভেঙ্গে পড়ে শিক্ষার্থীরা।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে সব বিদায়, বিদায় নয় বলে উল্লেখ করেশিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি তোমাদের ভালবাসা দেখে সত্যিই আমার ভাল লেগেছে । । তোমাদের এ কান্না কোন স্বজন হারানো কিংবা দূর্ঘটনায় ব্যথিত কান্না নয় । এ কান্না প্রতিষ্ঠান ও শিক্ষক এবং সহপাঠীদের ছেড়ে যাওয়ার কান্না। শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে জনকল্যাণে কাজ করবে এবং সর্বোপরি আদর্শ ও ভাল মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Leave a Reply