হৃদয় আজাদ :
ভৈরবে ২৮ লাখ ৩৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ মনির হোসেন (৩৭) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। বুধবার রাতে ভৈরব রেলস্টেশন থেকে তাকে আটক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুন্ডি ব্যবসায়ী মনির হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদ নয়াহাটি গ্রামের জসিম উদ্দিনের পুত্র বলে জানা গেছে ।
ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, বুধবার রাতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে মালয়েশিয়া, সৌদিআরব, কাতার, ওমান, সিঙ্গাপুরসহ বিশ্বের ১০টি দেশের বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ২৮ লাখ ৩৭ হাজার টাকার সমপরিমান। তিনি আরো জানান, আটককৃত মনির হোসেন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, সে দীর্ঘদিন ধরে মুদ্রা পাচার ব্যবসা করছে। এছাড়াও গ্রেফতার কৃতের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
I never thought I would see people who viewed my profile on twitter 🙂
twitterda profilime bakanlari görecegimi hiç sanmiyordum 🙂
mükemmel bir uygulama olmus cidden ??