হৃদয় আজাদ :
ভৈরবে ৩শ ৮০জন প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অলোচনা সভা শেষে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলম শরীফ খান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন প্রমূখ ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার । তাই কৃষকদের আর্থিক সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে । দেশের মানুষ যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে সেজন্য সরকার সব শ্রেণী পেশার মানুষকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করছে ।
আলোচনাসভা শেষে উপজেলার ৩শ ৫০ জন প্রান্তিক চাষী প্রত্যেকের মাঝে বিনা মূল্যে ৫কেজি মাস কেলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমও পি সার এবং আরো ৩০ জন চাষীদের মাঝে ১ বিঘা জমির ধানের চারা বিতরন করেন অতিথিরা।
Leave a Reply