সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৪৬৭ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ- প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারো ভৈরবে র‌্যালি, বৃক্ষচারা রোপন ও চারা বিতরনের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। উদ্বোধনের প্রথম দিন থেকেই স্থানীয়দের পাশাপাশি পার্শবর্তী বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতি হয় চোখের পড়ার মতো।একদিকে মেলায় নানা প্রজাতি গাছের সমাহার দেখে ক্রেতারা যেমন খুশি অপরদিকে এবারের এই ফলদ বৃক্ষ মেলায় তুলনামূলক ভালো বেচা-বিক্রির আশা করছেন চারা বিক্রেতারা।

ভৈরব উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার ফলদ বৃক্ষ মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এই স্থানে এসে শেষ হয়। উপজেলা চত্ত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ চারা রোপন করে মেলার উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন।

মেলায় উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১শ ৮০জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ চারা বিতরন করেন অতিথিরা। মেলায় স্থানীয় নার্সারিসহ বিভিন্ন উপজেলার বারটি নার্সারিসহ প্রায় ২০টি খুচরা চারা বিক্রেতারা অংশ নেন। এসব দোকানিদের প্রতিটি স্টলে বিভিন্ন প্রজাতির আম, জাম, কাঠাঁল, কমলা, ডালিমহসহ হরেক জাতের ফলদ চারা ও ঔষধি বৃক্ষের সমাহার লক্ষ করা যায়।

সকাল থেকেই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীর দেখে বিক্রি ভালো হবে বলে আশা করছেন বিক্রেতারা। এদিকে একসাথে এত প্রজাতির গাছের সমাহার দেখে খুশি প্রকাশ করেছেন ক্রেতারা। এছাড়াও মেলায় আগত দর্শণার্থীদের বাড়তি আনন্দ দিতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com