বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ছেলেদের পাশাপাশি মেয়েরাও চলছে সমান তালে। আর মেয়েদের এই অগ্রণী পথচলায় কোনো প্রতিবন্ধকতা যেন বাধা হয়ে না ধারায় সেই লক্ষে নানা অনুপ্রেরণা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কিশোরগঞ্জের ভৈরবের জেড. রহমান প্রিমিয়ার স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় লেখাপড়ায় মেয়েদের আরো উৎসাহি করতে প্রতিষ্ঠানটির ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল হোসেন উপস্থিত থেকে এসব সাইকেল ছাত্রীদের হাতে তুলে দেন। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্যাসিফিক লিমিডেট গ্রুপের সিইও ড. জেটিলি, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, রয়েল ইউনিভার্সিটির উপচার্য ড. প্রফুল্ল চন্দ্র সরকার প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল হোসেন শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দিতে তার নিজ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সম্প্রতি জেড রহমান প্রিমিয়ার স্কুল এন্ড কলেজ কিশোরগঞ্জ জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় শিক্ষার্থীদেরকে আরো অনুপ্রেরণা যোগাতে অষ্টম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। মেয়েরা যেন কোনো দিক থেকে পিছিয়ে না পড়ে এবং তারা যেন নিজেদের দুর্বল না ভাবে এসব বিষয়ে নজর রেখে এমন বৃহৎ উদ্যোগ গ্রহণ করা হয়।
সর্বোপুরি নারী শিক্ষাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এদিকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইসাইকেল পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি অজপাড়া গাঁয়ে হওয়ায় যাতায়াতে অতীতে মেয়েদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হলেও বাইসাইকেল পাওয়ায় এখন অনেকটা স্বাচ্ছন্দে কলেজে আসা-যাওয়া করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রীরা। কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে তারা আরো জানান, যানবাহনের সংকটে পড়ে প্রায়ই স্কুলে আসতে বিলম্ব হতো, সঠিক সময় ক্লাসে উপস্থিত থাকতে পারতাম না। তবে এখন বাইসাইকেলে করে স্কুলে আসলে প্রতিদিনিই সময়মতো ক্লাসে উপস্থিত থাকতে পারবো। এছাড়াও বাইসাইকেল পাওয়ায় আমাদের যাতায়াত খরচ কমে গিয়ে আমরা আর্থিকভাবেও লাভবান হবো।
Leave a Reply