হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি :
খুন, মারামারি, ভাংচুর ও একাধীক লুটপাটের মামলায় মোট ৮টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত হুমায়ুন কবীর মাষ্টার নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গেল বৃহস্পতিবার সন্ধা ছয়টায় ভৈরব থানার এস.আই মতিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তেয়ারীরচর বাজার থেকে তাকে আটক করেন। আটককৃত হুমায়ুন কবীর মাষ্টার ভবানীপুরের মফিজ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, হুমায়ুনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একটি খুনের মামলা, দুটি মারামারির মামলা ও দুটি ভাংচুরের মামলাসহ আরো তিনটি লুটপাটের মামলা হয়। কিন্তু আসামী হুমায়ুন দুই একটি মামলায় অনিমিয়ত হাজিরা দিলেও দীর্ঘদিন যাবত পলাতক থাকার কারণে আদালত তার বিরুদ্ধে ৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়।
Leave a Reply