হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে কিশোরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ শ্রীনগর উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে তিন-দুই গোলের ব্যবধানে পরাজিত করে কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। আজ শনিবার বিকেল ৪টায় ভৈরব পৌর শহীদ আইভি রহমান স্টেডিয়াম মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কিশোরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, কমলপুর হজাী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লোকমান সরকার, প্রধান শিক্ষক অহিদুর রহমানসহ অন্যান্যরা। এছাড়াও গ্যালারীতে বসে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন স্থানীয় শত শত ফুটবল প্রেমীরা। ম্যাচ জুড়ে ব্যাপক টান টান উত্তেজনা বজায় রেখে শেষে শূন্য গোলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে তিন-দুই গোলের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ফুটবল টিম।
ফাইনালে হেড়ে টুর্নামেন্টের রানার্স আপ ট্রফি নিয়ে ঘরে ফিরে শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়গণ। পরে বিজয়ী ট্রফি হাতে পেয়ে উল্লাশে মেতে উঠে বিজয়ী দল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও জয়ী দলের দুর্দান্ত খেলোয়াড় শায়লা বেগমের ঝুলিতে।
এই কিশোরী ফুটবল টুর্নামেন্টে বেশ কিছু সম্ভাবনাময় খেলোয়াড়গণ রয়েছে যারা দেশীয় ফুটবলে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে পারবেন বলে মনে করছেন খেলা পরিচালনাকারী রেফারী পল্লবী চৌধুরী।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, কিশোরী মেয়েদের আত্মবিশ্বাসী করে তুলতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
Leave a Reply