ভৈরব প্রতিনিধি
১৯৭১ সালের ১৪ই এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ভৈরব শহরসহ বিভিন্ন গ্রামে নির্বিচারে পাখির মত গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করে। পাক বাহিনী মেতে উঠে নিষ্টুর খেলায়। লুটে নেয় অগনিত মা বোনদের ইজ্জত। আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ভৈরবের গ্রামের পর গ্রাম। ভৈরবের মানুষ পাক বাহিনীর এসব বর্বরতা দেখে আর মেনে নিতে পারেনি।
তখন থেকেই সারা দেশের নেয় ভৈরবেও মুক্তিযোদ্ধের তৎপরতা শুরু হয়। ভৈরবের মুক্তিযোদ্ধারা রাতের বেলায় কৌশলে বিচ্ছিন্ন করে দেয় পাকাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা । পাশাপাশি হানাদারদের ব্যাংকার ও তাদের দোসর আলবদর রাজাকারদের উপর গ্রেনেড হামলাসহ চোরাগুপ্তা হামলা চালিয়ে তাদের মনোবল ভেঙ্গে দেয়।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতুর পূর্ব পাশে একটি ও পশ্চিম পার্শে দুটি স্পেন ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয় মিত্র বাহিনীর সদস্যরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে পাকবাহিনী। কিন্তু, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও ভৈরবে অবস্থান করা পাকহানাদার ও তাদের দোসররা ১৯ ডিসেম্বর সন্ধায় ভৈরব রেলওয়ে ষ্টেশনে আতœসর্মপন করে । ভৈরবের মুক্তিযোদ্ধাসহ অগনিত সাধারণ মানুষ পাকিস্তানি পতাকাকে পদদ্বলিত করে বাংলাদেশের পতাকা উত্তোলন করে দেশ স্বাধীন হওয়ার আনন্দ উপভোগ করেন।
Leave a Reply