কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে “জংশন বক্স” চুরির ঘটনা ঘটেছে। এতে করে স্টেশনের সিগন্যাল ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রতিটি ট্রেন চলাচলে নানা জটিলতা দেখা দেয়। সিগন্যাল ব্যবস্থা সাময়িক বিঘ্নীত থাকায় “পাইলটিং” পদ্ধতীতে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জংশন বক্স চুরির ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মেইনটেইনার অব সিগন্যাল অফিসার বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব রেলওয়ে জংশনের সিগন্যাল অফিস সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া দশটার দিকে চোর চক্র জংশন বক্সের সংযোগ ক্যাবল কেটে ফেললে এলার্মিং টোন বেজে উঠে। তাৎক্ষণিক অফিসের লোকজন স্টেশনের জংশন বক্স (জে.বি) চেক করতে গেলে সিগন্যালের ক্যাবলসহ দুটি জে.বি বক্স গোড়া থেকে কেটে চুরি হওয়ার বিষয়টি জানতে পারে।
পরে সিগন্যাল বক্সের বিকল্প হিসেবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পাইলটিং পদ্ধতীতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখে ভৈরব রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। অর্থাৎ সিগন্যাল বক্স অকেজু থাকায় পূর্বাঞ্চলীয় সব ধরনের ট্রেনকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় লিখিত অনুমোতির জন্য চলতি ট্রেনকে থামিয়ে অপেক্ষামান থাকতে হয়।
পরে প্রতিটি ট্রেনের জন্য আলাদা করে ভৈরব কেবিন থেকে অনুমতিপত্র চালককে দিতে হয়, চালক লিখিত অনুমতি পাওয়ার পর আউটার থেকে ট্রেন চালিয়ে ভৈরব স্টেশনে প্রবেশ করে। এতে করে বাড়তি সময় ব্যয়সহ নানা জটিলতার সৃষ্টি হচ্ছে।
ভৈরব রেলওয়ে স্টেশনের যাত্রী সাধারন জানান, রোববার রাত নয়টায় স্টেশনের মাইকে প্রথমে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ২নং প্লাটফর্মের ২নং লাইনে আসার ঘোষনা দেয়, অথচ পরক্ষণেই ট্রেনটি ১নং প্লাটফর্মের ১নম্বর লাইনে এসে দাড়ায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত যাত্রী সাধারন। পরবর্তীতে ১নম্বর লাইনে ট্রেন আসার পর পুনরায় মাইকে যান্ত্রিক ত্রুটির কারণে দুঃখ প্রকাশ করেন রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্টেশনের এক কর্মকর্তা জানান, এসব চুরির ঘটনায় প্রায়ই স্টেশনের সিগন্যাল ব্যবস্থা ব্যহত হয়। যার ফলশ্রুতিতে এসব জটিলতায় ভোগান্তিতে পড়েন সাধারন মানুষ। এছাড়াও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গাফিলতির কারণেই দিন দিন স্টেশনে চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে ভৈরব রেলওয়ে জংশনের মেইনটেইনার অব সিগন্যাল (এম.এস) মোঃ শফিকুল আলম খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতি সপ্তাহে ভৈরব রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় ক্যাবলসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির দিন গুলোতে নিয়মিত চুরির ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, দুটি জংশন বক্স চুরির ঘটনায় দুইদিন যাবৎ আমাদের সিগন্যাল ব্যবস্থা বিঘ্নীত থাকায় বর্তমানে পাইলটিং পদ্ধতীতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও এঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিষয়টি নিয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ ইউসুফ এর সাথে কথা হলে তিনি বলেন, জে.বি বক্স চুরির ঘটনার সত্যতা স্বীকার কওে বলেন, পাইলটিং পদ্ধতীতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে যাত্রীসেবা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের দূর্ঘটনা এড়াতে আমাদেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে। এছাড়াও রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকার ফলেই এসব চুরির ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
এবেপারে জানতে চাইলে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, অভিযোগের প্রেক্ষীতে একটি মামলা রজু করা হয়েছে। জংশন বক্স চুরির ঘটনায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গাফিলতির কারণে এসব চুরির ঘটনা ঘটছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি ছিন্তাই রোধে রেলওয়ে পুলিশ সবসময় সতর্ক রয়েছে।
Leave a Reply