হৃদয় আজাদ : তৃতীয় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসনের কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। তবে জোর পূর্বক ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার অভিযোগে শহরের জগন্নাথপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্ডিবের হাজি আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রী-নগর ইউনিয়নের বধূনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন উপজেলা নির্বাচন অফিস । এছাড়া সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৮০টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন, জোর পূর্বক ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার অভিযোগে শহরের জগন্নাথপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্ডিবের হাজি আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রী-নগর ইউনিয়নের বধূনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে ।
কোন ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । সকাল থেকে প্রত্যেকটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ভোটাররা যেন নির্বিঘেœ কেন্দ্রে ভোট দিতে পারে সেজন্য কেন্দ্রের বাইরে ৩ প্লাটুন বিজিবি, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ৩টি ভ্রাম্যমান মোবাইল টিম এবং ১টি এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট টিমসহ ৪টি মোবাইল টিম ও র্যাব পুলিশ সদস্যরা টহলে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোথাও কোন ধরনের সহিংসতা বা অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি । এদিকে ভোটাররাও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি হয়েছেন । নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া নৌকা, বিদ্রোহী প্রার্থী আবুল মনসুর মোটর গাড়ী ও বিদ্রোহী অপর প্রার্থী অলিউল ইসলাম অলি লড়ছেন । এছাড়া ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন ।
Leave a Reply