রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে ক্রসিংয়ের দুই পাশে সড়কে যানবাহন দীর্ঘ জটলা তৈরি হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর যাচ্ছিল। মগবাজার রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় বিশাল ট্রেনটির পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়। এর ফলে বাংলামোটর, এফডিসি ক্রসিং, হাতিরঝিল মোড়, মগবাজার এলাকায় ক্রসিংয়ের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। যানজটে আটকা পড়া গাড়িগুলোতে বিকল্প পথে ঘুরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। ট্রেনটি সচলে জন্য কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply