ডেস্ক রিপোর্ট
বিশ্বকে জানার চেষ্টা চলছে প্রতিনিয়ত। তেমনি এক চেষ্টার কথা জানিয়েছে নাসা। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে আগামী ২৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বসবাস নিশ্চিত করা যাবে।অবশ্য ২০২০ সালে এই লাল গ্রহটিতে বাসযোগ্যতা যাচাই করতে একটি রোভার পাঠানো হবে। তবে প্রযুক্তিগত ও মেডিকেল প্রতিবন্ধকতারও শেষ নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসা গতকাল মঙ্গলবার জানায়, মঙ্গলে প্রাণঘাতি রেডিয়েশন রয়েছে যা লক্ষ্যকে ব্যর্থ করে দেয়ার মত। সেখানে হাড় ক্ষয়িষ্ণুতা একটি মারাত্মক সমস্যা যা সমাধান করা বেশ কঠিন। তবে ভবিষ্যতে কোন ভ্রমনকারী পাঠানোর আগে কিছু সমস্যার সমাধান অবশ্যই খুঁজে বের করতে হবে। সংস্থাটির বর্তমান বাজেটে না হলে তা অবশ্যই বাড়তে হবে কিন্তু অন্তত ২৫ বছরের আগে তা সমাধান করা সম্ভব নয় বলে জানান নাসার সাবেক নভোচারী টম জনস। ২০০১ সালে অবসরে যাওয়ার আগে তিনি অন্তত চারবার মহাকাশযানে ভ্রমন করেছেন। বিশ্ববাসী নাসার কথার সফলতা দেখতে চায়।
Leave a Reply