কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদের কুফল, মাদকের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু নির্যাতন, শিশু শ্রম, বাল্য বিবাহ ও ইভটিজিং বন্ধ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে করণীয় বিষয় সমূহ নিয়ে জনসাধারণের সামনে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন।
শুক্রবার (৫ মার্চ) একযোগে জেলার প্রত্যেকটি উপজেলায় থানার দায়িত্বে থাকা অফিসার-ইন-চার্জ ও উর্ধ্বতন অফিসারগন মসজিদে মসজিদে গিয়ে জুম্মার নামাজে খুতবার আগে এমন বক্তব্য রেখেছেন।
মসজিদে জনসাধারণের সামনে সচেতনতামূলক বক্তব্য রাখছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুবাক্কার সিদ্দিক
অফিসারগণ বক্তব্যে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সারা দেশব্যাপী পুলিশের সেবাকে মানুষের দাড়প্রান্তে পৌঁছে দেয়ার নিমিত্তে বিভিন্ন যুগপোযোগী কার্যক্রম গ্রহণ করছেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) নির্দেশে কিশোরগঞ্জ জেলায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় সকল সার্কেল ও থানা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার মধ্যে-
সচেতনতামূলক বক্তব্যে পুলিশ অফিসারগণ আরও জানিয়েছেন থানা কেন্দ্রীক জনগণের সেবাকে সহজীকরণের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চলমান রয়েছে।
Leave a Reply