ফরিদপুরের বোয়ালমারীতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকের একটি পোস্টে কটূক্তি করায় এক যুবককে লাঞ্ছিত করেছে ক্ষুব্ধ জনতা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোয়ালমারী থানা পুলিশ বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তিনজনকে আটক করেছে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়া হয়। এই পোস্টে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কটূক্তিসহ বিরূপ মন্তব্য করেন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে রিয়াজুল বিশ্বাস।
এতে মামুনুল হকের অনুসারীরা রিয়াজুলকে ধরে এনে মারধর ও জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরায়। এ সময় ধর্মপ্রাণ মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ বুধবার সন্ধ্যায় রিয়াজুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের নিজাম হাওলাদার, সজীব মিয়া এবং আজিজুল শেখকে রাতে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply