আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে জার্মানির দুটি যুদ্ধবিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে বিমান দুটি টুকরো টুকরো হয়ে যায়। তবে দুই বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
দেশটির উত্তরাঞ্চলীয় মালচো অঞ্চলের পাশের ফ্লিসেন্সি নামক স্থানে সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই দেশটির জরুরি সেবা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় মালচো অঞ্চলের পাশের ফ্লিসেন্সি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। তবে কেন যুদ্ধবিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এ ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে, পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিমানের ধ্বংসাবশেষ। পুরো এলাকার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
Leave a Reply