ইনজুরি কাটিয়ে দুই সপ্তাহ পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। আর ফিরেই দেখালেন নিজের জাদু। ফিলাডেলফিয়া ইউনাইটেডের বিপক্ষে বদলি নেমে মাত্র দুই মিনিটের মধ্যে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ গোলের জয় এনে দিলেন আর্জেন্টাইন তারকা।
গত ১৬ মার্চ আটলান্টার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। এরপর আর্জেন্টিনার দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও খেলতে পারেননি তিনি। তবে ফেরার ম্যাচে যেন আরও উজ্জ্বল হয়ে উঠলেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। মায়ামির হয়ে ম্যাচের প্রথম গোলটি আসে ২৩তম মিনিটে। বেঞ্জামিন ক্রেমাসচির নিচু পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপান ফিনিশ উইঙ্গার রবার্ট টেলর।
এরপর ৫৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাত্র দুই মিনিটের মাথায় গোল করে নিজের ফিরে আসাকে রাঙিয়ে তোলেন। সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের পাস পেয়ে ডান পায়ের নিচু শটে গোলটি করেন মেসি। দুর্দান্ত ফিনিশিংয়ে বল পাঠান পোস্টের নিচু কোনায়।
ফিলাডেলফিয়া অবশ্য ম্যাচের ৮০তম মিনিটে এক গোল শোধ দেয়। কুইন সুলিভানের ক্রস থেকে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল গাজদাগ জালে বল পাঠান। তবে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই জয়ে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চতুর্থ জয় তুলে নিলো মেসির দল। অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি।
Leave a Reply