সালাহ্উদ্দিন শুভ :
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক শনিবার (২৭ জুলাই) বিকাল ৩টায় কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিনের সঞ্জালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি রনেন্দ্র কুমার দেব, প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, মিহির ধর চৌধুরী, নুরে আলম সিদ্দিক, শ্যাম কান্ত সিংহ. মো. খুরশেদ আলম, ননীগোপাল পাল, সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, আব্দুল মুনিম, জমসেদ আলী, ধীরেন্দ্র কুমার সিংহ, বিপ্লব ভূষন দাস প্রমুখ।
Leave a Reply