হৃদয় আজাদ:
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিকরণের লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ সাবের হোসেন। শনিবার বেলা ১১টায় ভৈরব উপজেলা মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিকতার সাথে পাঠদান করতে শিক্ষকদের প্রতি আহবান জানান।
সভায় কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ঢাকা প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক ইন্দু ভূষন দেব, ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ৯১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ নিজেদের দিক নির্দেশনামূলক মতামত উপস্থাপন করেন।
Leave a Reply