এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষের পাশে দাঁড়াতে সাংগঠনিকভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে নেতাকর্মীদের।
বিশ্বব্যাপী চলমান মন্দার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এনিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে বিরোধীদের আন্দোলন হতে পারে, কিন্তু বাড়াবাড়ি দেশের ক্ষতির পাশাপাশি মানুষের কষ্ট বাড়াবে; যেটি তাদেরও বোঝা উচিত।
পরিস্থিতি সামাল দেয়ার সামর্থ তার সরকারের রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি আন্দোলন করে কতটুকু সফল হবে জানি না। কিন্তু তারা যেভাবে করতে চাচ্ছে তাতে দেশের জন্য আরও ক্ষতি হবে। কিন্তু সেটা আমরা সামাল দিতে পারব, সেই বিশ্বাস আমার আছে।
প্রধানমন্ত্রী জানান, মানুষের কষ্ট যে হচ্ছে সেটা তার সরকার উপলদ্ধি করতে পারছে বলেই প্রতিনিয়ত সেই কষ্ট লাঘবের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে দেশেও সমন্বয় করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন শুরু হলে বিদ্যুতের এ সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
Leave a Reply