নিউজ ডেস্ক :
এশিয়ার সবচেয়ে ইয়াবা প্রস্তুত করা হয় মায়ানমারে। দেশটি থেকে এশিয়ার অন্যান্য বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে ইয়াবার চালান দেওয়া হয়। প্রতিবেশী দেশ হওয়ার কারণে বাংলাদেশও তাই এই তালিকার বাইরে নেই। প্রতি বছর বাংলাদেশে প্রচুর পরিমাণে ইয়াবা পাচার করা হয়।
মায়ানমারের ইয়াবা পাচারের অন্যতম লক্ষ্যবস্তু দেশ ছিল চীন ও থাইল্যান্ড। কিন্তু এই দুই দেশের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা অনেক সংস্কার করা হয়েছে। ড্রাগ গ্যাং বা মাদক প্রস্তুতকারী এই দলগুলোর তাই নতুন একটি জায়গার টার্গেটে পরিণত হয় বাংলাদেশ। ২০০২ সাল থেকে নাফ নদীর মাধ্যমে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত হতে এদেশে ইয়াবার চোরাচালান শুরু হয়।
ডিপার্টমেন্ট অফ নারকোটিকস কন্ট্রোল (ডিএনসি) এর ২০১৪ সালের এক বাৎসরিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ইয়াবা আসক্ত জনসংখ্যার মধ্যে শতকরা ৮৮ ভাগের বয়স চল্লিশের নিচে। এদের মাঝে এক বিরাট সংখ্যা ২২–২৯ বছর বয়সের মধ্যে পড়ে।
প্রতি বছর সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ইয়াবার পাচার বৃদ্ধি পাচ্ছে। আর রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের অনুমতি দেওয়ার পর এই ব্যবসা এক নতুন মোড় নিয়েছে। আবাসহীন রোহিঙ্গাদের ব্যবহার করে ইয়াবার পাচার করা অনেক সহজ হয়ে গিয়েছে। ট্যাবলেটগুলো আকারে ছোট হওয়ার কারণে তা পুরুষ ও নারীদের গোপনাঙ্গে লুকিয়ে রেখেও পাচার করার নমুনা পাওয়া যায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০১৮ সালে প্রায় ৫ কোটি ইয়াবার ট্যাবলেট জব্দ করেছে। ব্যবসায়িক হিসাব নিকাশ করলে এই চোরাচালান থেকে উৎপাদনকারীরা প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ডলারের সমান আয় করতে পারে।
Leave a Reply