রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মুরগীর বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ কিশোরগঞ্জ-নিকলী রোডের পথচারীরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ১২২২ বার পড়া হয়েছে
ব্যস্ততম রাস্তার পাশে এভাবেই রাখা হচ্ছে দুর্গন্ধযুক্ত মুরগীর বিষ্ঠার বস্তা। ছবি-মো: আল-আমীন

মো: আল-আমীন :

কিশোরগঞ্জ থেকে নিকলী উপজেলার দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। নিকলী হাওর বেষ্টিত এলাকা ও দর্শনীয় স্থান হওয়ায় প্রতিদিন প্রচুর যাতায়াত ঘটে এ রোডে। কিশোরগঞ্জ পৌরসভা হতে প্রায় ১০ কিলোমিটার পর দানাপাঠুলী ইউনিয়ন অন্তর্গত মাঠের বাজার পার হয়ে পুরুলিয়া বন, এখানে গড়ে উঠেছে প্রচুর মাছের ফিসারী। কিন্তু নিয়ম-নীতি উপেক্ষা করে ও জনদূর্ভোগ সৃষ্টি করে চলছে এসব ফিসারী ব্যবসা। রাস্তার পাশে দুর্গন্ধযুক্ত মুরগীর বিষ্ঠার বস্তা রেখে মানুষ চলাচলের অযোগ্য করে দিয়েছেন প্রায় দুই কিলোমিটার রাস্তা।

ঈদ উপলক্ষে প্রচুর দর্শনার্থী যাতায়াত করেছে এ রোডে। প্রায় প্রত্যেক যাত্রী এ সমস্যা নিয়ে সোস্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছে। হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের প্রতি। অনেকে আবার ভিডিও আপলোড করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

মো: শরিফুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন প্রতিদিনই তাকে এ রাস্তার পাশ দিয়ে যাতায়াত করতে হয়। এ দুর্গন্ধ এখন আর সহ্য হয় না। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সোস্যাল মিডিয়ার প্রতিনিয়ত এর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছে। এক অটো চালক জানিয়েছেন জীবিকার তাগিদে সারাদিনে আট থেকে দশ বার এ রোডে যাতায়াত করতে হয়। এখন এমন এক অবস্থা নাকে গামছা বেধেও চলাচল করা যায় না, তবুও গন্ধ লাগে। প্রায় ২ কিলোমিটার রাস্তার এ অবস্থা। অনেক সময় আমার অটো রিক্সাতে বসে থাকা যাত্রীরাও বিরক্তি প্রকাশ করেন।

ওয়ালীনেওয়াজ খান কলেজের ছাত্রী মেহজাবিন ও রবিনা আক্তার জানান, আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন কলেজে আসতে হয়। কিন্তু দূর্গন্ধের কারনে নাকে মুখে রুমাল দিয়ে চলাচল করতে হয়। তিনি বলেন কলেজের ছাত্রীদের পক্ষ থেকে দাবী জানাচ্ছি অবিলম্বে এখানকার সমস্যা দ্রুত সমাধান করা হোক। তারা জানান, এখানকার ময়লা আবর্জনায় এলাকার পরিবেশ দূষনের পাশাপাশি মারাত্বক রোগ জীবানু সৃষ্টি করছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে প্রসাশন এ বিষয়ে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

জানা গেছে কিশোরগঞ্জ সদর উপজেলা ইউএনও ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিছুদিন আগে এ বিষয়ে সকলকে সতর্ক করেছেন এবং অবৈধভাবে রাস্তার পাশে মুরগীর বিষ্ঠা রাখার অপরাধে কিছু সংখ্যক বৃষ্ঠার বস্তা আগুনে পুড়িয়ে দিয়েছেন। তবুও তারা প্রশাসনকে বৃদ্ধাগুলি দেখিয়ে রাস্তার পাশে মুরগীর বৃষ্ঠা রাখছেন। ফিসারী ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় এ নিয়ে সহজে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না।

তাছাড়া মাছের খাবার হিসেবে মুরগীর বিষ্ঠা ব্যবহার করা কতটুকু যুক্তিযুক্ত তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com